Header Ads

Header ADS

করোনা রোগী সেজে ৪৭৩ বার ফোন, সপ্তম শ্রেণির শিক্ষার্থী আটক।

করোনা রোগী সেজে ৪৭৩ বার ফোন, সপ্তম শ্রেণির শিক্ষার্থী আটক।

Post:- HabiB HowladeR
Date:- 24/04/2020

গত ১৫ দিনের মধ্যে ৪৭৩ বার জাতীয় সেবার নম্বরে ফোন দিয়ে নিজেকে করোনা রোগী দাবি করে বাঁচানোর আকুতি জানিয়েছেন। কিন্তু ঠিকানা ভুল দিতেন। তাই খুঁজে পাওয়া যেতো না তাকে। অবশেষে যখন তাকে প্রযুক্তির মাধ্যমে শনাক্ত করা হলো, তখন তার মধ্যে করোনার কোনও উপসর্গ পাওয়া যায়নি। মিথ্যা তথ্য দিয়ে হয়রানির অভিযোগে তাকে আটক করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

কিশোরের নাম সুমন মিয়া (১৪)। নাটোরের সদর উপজেলার লক্ষীপুর টলটলিয়া পাড়ার মবিনুর মিয়ার ছেলে ও স্থানীয় বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

ওই কিশোর গত ৬ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত সরকারি টোল ফ্রি ৩৩৩ নম্বরে ৩১৬ বার, ১৬২৬৩ নম্বরে ৬৩ বার, ১০৬৫৫ নম্বরে ৪০ বার, ১০৯ নম্বরে ৩১ বার এবং ৯৯৯ নম্বরে ২৩ বার কল করে করোনা রোগী বলে দাবী করে মিথ্যা তথ্য পরিচয় দিয়েছে।
প্রতিবারই দাবী করেছে সে করোনা আক্রান্ত। রাজশাহী মেডিক্যাল থেকে চিকিৎসাধীন অবস্থায় পালিয়ে এসে বর্তমানে শ্বাসকষ্টে ভুগছে। জরুরি চিকিৎসা দরকার।
ফলে বিশেষ ইউনিট ঠিকানাস্থলে এসে বার বার ফিরে যেতে বাধ্য হয়েছে।

More News Like Our Facebook Page Click Here

More News Subscribe Our Youtube Channel Click Here

More News Follow My Facebook Account Click Here

Post:- HabiB HowladeR   ||.       Utbhabibpk 

No comments

Powered by Blogger.