Header Ads

Header ADS

করোনার ভ্যাকসিন হয়তো কখনই পাওয়া যাবে না: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

করোনার ভ্যাকসিন হয়তো কখনই পাওয়া যাবে না: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

১৯-০৪-২০২০, ১৮:১৫

স্বাস্থ্য সময় ডেস্ক


করোনাভাইরাসের ভ্যাকসিনের জন্য যেখানে পুরো বিশ্ব মুখিয়ে আছে সেখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক শীর্ষ কর্মকর্তা বললেন, কার্যকরি কোনো প্রতিষেধক কখনই মিলবে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক শীর্ষ কর্মকর্তা বলছেন, এসব চেষ্টাতে কোনো লাভ হবে না। অদূর ভবিষ্যতে করোনার কার্যকরি কোনো প্রতিষেধক তৈরি হওয়ার নিশ্চয়তা নেই।


বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষ দূত ডেভিড নাবারো একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলছেন, 'এটা ধরে নেওয়া ঠিক না যে, খুব শীঘ্রই করোনাভাইরাসের কার্যকরি প্রতিষেধক তৈরি হয়ে যাবে। সাধারণ মানুষকে সামাজিক দূরত্ব বজায় রেখে জীবনযাপন শিখতে হবে।'
ডব্লিউএইচও- এর এই শীর্ষ কর্মকর্তা বলছেন, 'সব ভাইরাসেরই যে নিরাপদ এবং কার্যকরি প্রতিষেধক তৈরি হবে, এমন কোনো নিশ্চয়তা নেই। এমন অনেক ভাইরাস আছে যাদের প্রতিষেধক তৈরি করা অত্যন্ত কঠিন কাজ। সুতরাং আপাতত আমাদের এই ভাইরাসের বিপদের কথা মাথায় রেখেই জীবনযাত্রা বদলে ফেলতে হবে।'
নাবারোর কথায়,'আমাদের এখন সাবধানতা অবলম্বন ছাড়া আর কোনো উপায় নেই। অর্থাৎ কারো মধ্যে এই রোগের উপসর্গ দেখলে তাকে এবং যারা তার সংস্পর্শে এসেছেন তাদের আইসোলেট করতে হবে। বয়স্ক মানুষদের আগলে রাখতে হবে। আর এটাকেই স্বাভাবিক নিয়ম করে ফেলতে হবে।'
সূত্র: দ্য গার্ডিয়ান।

More News Like Our Facebook Page Click Here

More News Subscribe Our Youtube Channel Click Here

More News Follow My Facebook Account Click Here

No comments

Powered by Blogger.