Header Ads

Header ADS

এখন থেকে আপনার ফোনের ব্যাটারিকে দ্রুত চার্জ করুন।।একদম সহজ উপায়ে।

এখন থেকে আপনার ফোনের ব্যাটারিকে দ্রুত চার্জ করুন।।একদম সহজ উপায়ে। 


যারা জানে না। শুধু তাদের জন্য।
সবাই কেমন আছেন।আশা করি ভালো
আছেন।আমিও ভালো আছি।
আমি HabiB
বরাবরের মতো আজ একটি ট্রিপস নিয়ে
হাজির হয়েছি।আপনাদের মাঝে।
টাইটেল দেখে বুজে গেছেন।।চলুন
কাজে নেমে পরি।।
1. আপনার ফোন যখন চার্জে বসাবেন।।
তার আগে দেখে নিবেন Bluetooth, wifi
on আছে কি না।যদি on থাকে তাহলে
off করে চার্জে বসান।।এতে ফোনের
Battary দ্রুত চার্জ হবে।
2. কোন সময় ফোন ল্যাপটপ দ্বারা চার্জ
বসাবেন না।।এতে আপনার Battary
ক্ষতি হবে।এবং চার্জ হতে অনেক
দেরি লাগবে।সরাসরি চার্জার দিয়া
চার্জ দেয়ার চেষ্টা করবেন।

3. ফোনের ব্যাটারিকে দ্রুত চার্জ
করতে Airplane mode করে রাখুন।।
তাহলে ফোনের ব্যাটারি দ্রুত চার্জ
হবে।

 4. ফোনের ব্যাটারিকে দ্রুত চার্জ
করতে অবশ্যয় ফোনকে বন্ধ করে চার্জ
দিন।।

আপনি এগুলো অনুসরন করলে। আপনারর
ফোনের ব্যাটারিকে দ্রুত চার্জ করতে
পারবেন।
[end]


#_____HabiB HowladeR

No comments

Powered by Blogger.