Header Ads

Header ADS

শরণার্থী ভর্তি জাহাজ ঢুকতে দেবে না ইতালির সরকার

শরণার্থী ভর্তি জাহাজ ঢুকতে দেবে না ইতালির সরকার

By HabiB HowladeR
12 June 2018



শরণার্থী ভর্তি একটি উদ্ধারকারী জাহাজ বন্দরে ভিড়তে দেবেনা ইতালির নতুন পপুলিস্ট সরকার। দেশটির কোন বন্দরজানা গেছে,শরণার্থী উদ্ধারকারী জাহাজটি ঢুকতে দেয়ার জন্য ইতালির আহ্বানে সাড়া দেয়নি মাল্টা।  তারা জানিয়েছে, এই উদ্ধার অভিযানের সঙ্গে মাল্টার কোন সম্পর্ক নেই জাতিসংঘের। ৬০০’র অধিক শরণার্থী ও অভিবাসী ভর্তি জাহাজটির জন্য খুলে দেয়া হবেনা বলে জানিয়ে দিয়েছেন বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও সালভিনি। তার বদলে ভূমধ্যসাগরীয় দেশ মাল্টাকে এক চিঠিতে জাহাজটিকে ঢুকতে দেয়ার আহ্বান জানিয়েছে ইতালি সরকার।

এ ব্যাপারে ইতালির নতুন স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও সালভিনি বলেন, এখন ইতালি মানব পাচারকে ‘না’ বলাও শুরু করেছে।  অভিবাসনের অবৈধ ব্যবসাকে ‘না’ বলা শুরু করেছে।  তিনি আরও বলেন, আমার লক্ষ্য হচ্ছে আমাদের দেশের শিশুদের শান্তিপূর্ণ জীবন নিশ্চিত করা। তিনি এখন থেকে ‘ইতালি ফার্স্ট’ (সবার আগে ইতালি) নীতি মেনে চলার প্রতিশ্রুতি দেন।  তিনি কয়েক লাখ অভিবাসীকে তাদের নিজ দেশে ফেরত পাঠানোর কথাও জানান।
রবিবার দাতব্য সংস্থা এসওএস মেডিটিরিয়ান এক টুইটে জানিয়েছে, তাদের জাহাজ দ্য একুয়ারিস ৬২৯ জন শরণার্থী ও অভিবাসীকে উদ্ধার করেছে।  এদের মধ্যে ১২৩ জন অভিভাবকহীন অপ্রাপ্তবয়স্ক, ১১ শিশু ও ৭ জন গর্ভবতী নারী রয়েছেন।  সংস্থাটি আরও জানায়, তারা লিবিয়া উপকূলের ছয়টি পৃথক স্থান থেকে এইসব অভিবাসী ও শরণার্থীদের উদ্ধার করেছে।
তারা জানিয়েছে,উদ্ধারের বেশকয়েকদিন পর জাহাজটি এখন স্পেনের একটি বন্দরে দিকে যাচ্ছে। যদিও বিগত পাঁচ বছরে তাদের প্রায় সবগুলো জাহাজই ইতালিতে গিয়ে পৌঁছেছে।

রয়টার্স জানিয়েছে, নাম না প্রকাশের অনুরোধে ইতালির এক কর্মকর্তা জানান, ইতালি দ্য একুয়ারিসকে কোন বন্দরে জায়গা দেবে না। ইতালীয় গণমাধ্যমেও একই কথা বলা হয়েছে।  এ বিষয়ে ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা স্থানীয় কোস্টগার্ডদের কাছ থেকে মন্তব্য পাওয়া যায়নি।

হাবিব হাওলাদার প্রবাস , ইতালি


আমাদের Youtube Channel Subscribe

No comments

Powered by Blogger.