Header Ads

Header ADS

শুধু আমিষই নয়, নিরামিষ ফল বা সব্জিতেও বাড়তে পারে যৌন ক্ষমতা‚ জানেন কি?

শুধু আমিষই নয়, নিরামিষ ফল বা সব্জিতেও বাড়তে পারে যৌন ক্ষমতা‚ জানেন কি?

09 july 2018

Post: HabiB HowladeR


পুরুষ বা মহিলা দুজনের জন্যই সঠিক খাবার প্যাশন আর সেক্সুয়াল স্ট্যামিনা বাড়াতে সাহায্য করে | অনেক রকম ওষুধ আছে যা এই ব্যাপারে আপনাকে হয়তো সাহায্য করবে | কিন্তু আমরা সবাই জানি ওষুধ খাওয়া মোটেই ভালো নয় | আজকে তাই রইলো কিছু ফল এবং সবজির হদিশ যা বিছানায় আপনার স্ট্যামিনা বাড়াতে সাহায্য করবে |

১) কলা : কলা সেক্সুয়াল হেল্থের জন্য খুবই উপকারী | এতে ভিটামিন বি থাকে যা শরীরের স্ট্যামিনা বাড়াতে সাহায্য করে | এছাড়াও ভিটামিন বি শরীর থেকে স্ট্রেস কমাতেও সাহায্য করে | কলাতে tryptophan থাকে যা এক ধরণের অ্যামাইনো অ্যাসিড যা serotonin নামে হর্মোন তৈরি করে | এই হর্মোন কে ‘ ফিল গুড হর্মোন ‘ ও বলা হয় | এছাড়াও কলাতে উচ্চ পরিমাণে পটাসিয়াম আছে যা সেক্স হর্মোন তৈরি করে‚ সেক্স করার ইচ্ছা বাড়ায় | এছাড়াও এতে bromelain নামের একটা এনজাইম পাওয়া যায় যা রক্ত চলাচল বাড়ায় আর লিবিডো প্রবলেম সারাতে সাহায্য করে |
২) পিনাট বাটার : এতে প্রচুর পরিমাণে মনো স্যাচুরেটেড ফ্যাট থাকে যা ডোপামিনের লেভেল বাড়ায় | ডোপামিন হলো সেই কেমিক্যাল কম্পাউন্ড যা মহিলাদের যৌন চাহিদা বাড়ায় | এছাড়াও এতে জিঙ্ক থাকে যা পুরুষদের স্পার্ম কাউন্ট বাড়ায় |
৩) বিটরুট জুস : এতে উচ্চ পরিমাণে nitrates থাকে যা এক ধরণের ব্যাকটেরিয়ার সাহায্যে nitrites এ পরিনত হয় | বিটরুটের জুস কে সুপার ফুড বলা হয় | এটা সেক্সুয়াল স্ট্যামিনা বাড়ায় | রেড ব্লাড সেলের পরিমাণ বাড়ে ফলে বেশি এনার্জি আসে এবং সারা শরীরে অক্সিজেনের মাত্রাও বাড়ে ‚ এর ফলে সেক্সুয়েল অর্গ্যানে ইরেকশন ভালো হয় |
৪) আঙুর : বিশেষত লাল আঙুরে এক ধরণের কেমিক্যল কম্পাউন্ড থাকে যার নাম stilbenoids এবং resveratrol যা আমাদের হার্টের জন্য খুব ভালো | এছাড়াও এগুলো থাকার ফলে সেক্স করার ইচ্ছে বাড়ে এবং স্ট্যামিনাও বাড়ে | এছাড়াও এতে অ্যান্টি অক্সিডেন্ট থাকে যা মহিলা বা পুরুষের স্ট্যামিনা বাড়ায় |
৫) ওটস : পুরুষদের জন্য এক বাটি ওটস খাওয়া এক চামচ ভায়গ্রার সমান | ওটস খাওয়ার ফলে পুরুষাঙ্গে রক্ত চালাচল বেড়ে যায় | এছাড়াও রক্তে টেসটেস্টোরনের মাত্রা বাড়াতেও সাহায্য করে | ওটস এ L-arginine থাকে যা ইরেক্টাইল ডিসফাংশান ট্রিটমেন্টের কাজে লাগে |
৬) কফি : কফির মধ্যে যে ক্যাফেইন থাকে তা সেক্স করার ইচ্ছা বাড়ায় | কিন্তু দিনে দুকাপের বেশি কফি কিন্তু ক্ষতিকারক হতে পারে | দেখা গেছে সেক্সের আগে এক কাপ কফি খেলে বিছানায় অনেক বেশি ভালো পারফর্ম করতে পারছে মহিলা বা পুরুষ |
৭) যে কোনো সিট্রাস ফল : কমলা এবং মুসাম্বি লেবু স্পার্ম কাউন্ট এবং মোটিলিটি বাড়ায় | এছাড়াও এতে অ্যান্টি অক্সিডেন্ট থাকে যা যৌন চাহিদা বাড়ায়‚ মন ভালো করে‚ স্ট্রেস কমায় এবং পুরুষদের ক্ষেত্রে ইরেকশন ভালো হয় |
৮) ব্রাউন রাইস : এটা আরো একটা খাবার যা যৌন চাহিদা জাগায় ‚ এছাড়াও এতে ম্যাঙ্গানিজ আছে যা শরীরের নার্ভাস সিস্টেমের উন্নতি করে | এর ফলে পুরুষ এবং মহিলা দুজনেরই রিপ্রোডাক্টিভ সিস্টেমের উন্নতি হয় |
৯) আপেল : অপেলে Phenylethylamine থাকে যা পুরুষ এবং মহিলা দুজনকেই উত্তেজিত করে দেয় এবং একই সঙ্গে যৌন খিদে বাড়ায় |
১০) সোয়া বিন : এতে এক ধরণের হর্মোন পাওয়া যায় যার নাম Genistein’ | এই হর্মোন কোলাজেন তৈরি করে যা মহিলাদের সাহায্য করে মেনোপোজের সময় | এই এনজাইম ইস্ট্রোজেনের লেভেল বাড়ায় এবং ত্বক ও সুন্দর রাখে |
এছাড়াও বিনস‚ ড্রাই ফ্রুট‚ কুমড়ো এবং ভুট্টা খেলেও উপকৃত হবেন | বেটার সেক্স লাইফের জন্য এইসব খাবারগুলো অবশ্যই রোজকার ডায়েটে রাখুন |

#__________HabiB HowladeR (PhL)

👉Our Facebook Page Click Here
👉Our Youtube Channel Click Here

No comments

Powered by Blogger.