তবে Minar Rahman Bangla Song Lyrics
তবে Minar Rahman Bangla Song Lyrics
তবে কি তুমি বদলে গিয়েছো?
মেঘেদের ভাজে হারিয়ে গিয়েছো?
বলোনা বলোনা বলোনা।..(২)
একটা কথা বলোনা।
আমায় একটু কাছে ডাকো না!
পাখিদের দল হটাৎ হারিয়েছে,
নাটাই ছাড়া গুড়ি উড়ছে,
শোনোনা শোনোনা একটা কথা শুনোনা...
আমায় একটু কাছে ডাকো না...
নিখিল আকাশটা জুড়ে,
উড়ছে শুধু বেদনা(2)
দিনশেষে ঘরে ফিরিনি,
জোত্নসার বুকে কবিতা লেখিনি.
বলোনা বলোনা বলোনা...
কোথায় পাবো জানিনা..
বিলিন কোনো সবুজ বাগানে..
ঘাস ফুলেরা কোথায় কে জানে..
পারিনা পারিনা পারিনা(২)
তোমায় ভুলতে পারিনা।
কেনো তোমায় ভুলতে পারিনা,
নিখিল আকাশটা জুড়ে উড়ছে শুধু বেদনা।
আহা উড়ছে শুধু বেদনা।
নীল খামে মোরা চিঠির আড়ালে,
তোমার চোখে অস্রু ঝরে না,
ভালোবাসাহীন ধুসর দেয়ালে,
তোমার বোনা স্বপ্ন হাসে না....🙁
দখিনা হাওয়া আমাকে তো আর ডাকে না।
উরু উরু মন তোমাকে তো আর খুজে না,
তবে কি তুমি বদলে গিয়েছো?
মেঘেদের ভাজে হারিয়ে গিয়েছো?
বলো না বলো না বলো না..... (২)
একটা কথা বলো না....
একটু কাছে ডাকো না...
আমায় একটা কথা বলো না....
একটু কাছে ডাকো না শহর জুড়ে বেদনা
No comments