দর্শককে ঘুষি মেরে তিন ম্যাচ নিষিদ্ধ নেইমার
দর্শককে ঘুষি মেরে তিন ম্যাচ নিষিদ্ধ নেইমার
ফরাসি কাপের ফাইনালে রেনের বিপক্ষে সমর্থকের সঙ্গে বাজে আচরণ করায় পিএসজির ফরোয়ার্ড নেইমারকে তিন ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশন (এফএফএফ)। একই সঙ্গে ব্রাজিলের তারকা এই ফুটবলারকে দুই ম্যাচের স্থগিত নিষেধাজ্ঞার শাস্তিও দেওয়া হয়েছে।
নেইমারের শাস্তি শুরু হবে সোমবার থেকে। তাই শনিবার অঁজির বিপক্ষে লিগ ওয়ানের ম্যাচে খেলতে বাধা নেই তার।
গত মাসে প্যারিসের ফাইনালে টাইব্রেকারে ৬-৫ গোলে হারে পিএসজি। ম্যাচের পর নিজেদের পদক সংগ্রহ করতে যাওয়ার সময়ে মোবাইলে ভিডিও করতে থাকা এক দর্শকের সঙ্গে বাজে ব্যবহার করেন নেইমার। হাত দিয়ে মোবাইল ফোন নামিয়ে দেওয়া ছাড়াও মুখে হালকা ঘুষি মারেন ২৭ বছর বয়সী ব্রাজিল সুপারস্টার। সেই ঘটনার ভিডিও সোশ্যাল সাইটে ভাইরাল হয়ে গেলে নড়েচড়ে বসে ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশন। তখনই নিশ্চিত হয়ে গিয়েছিল; আবারও শাস্তি পেতে যাচ্ছেন নেইমার।
এর আগে চ্যাম্পিয়ন্স লিগের একটি ম্যাচে রেফারির সিদ্ধান্ত নিয়ে সোশ্যাল সাইটে অশ্লীল বক্তব্য দেওয়ায় তাকে নিষিদ্ধ করেছিল উয়েফা। আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে তাকে ৩ ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। এবার নতুন সাজার বিরুদ্ধে অবশ্য আপিল করার ঘোষণা দিয়েছে নেইমারের দল পিএসজি। শাস্তি বহাল থাকলে মৌসুমে লিগের শেষ দুই ম্যাচে স্তাদ দে রাঁস ও দিজোঁর বিপক্ষে খেলতে পারবেন না বিশ্বের সবচেয়ে দামি এই ফুটবলার।
---- HabiB HowladeR
No comments