Header Ads

Header ADS

প্রেম করলেই সেরে যাবে সর্দি-কাশি-জ্বর!

প্রেম করলেই সেরে যাবে সর্দি-কাশি-জ্বর!



ঋতু বদলের এই সময়ে সর্দি, কাশি, জ্বরের সমস্যা প্রায় ঘরে ঘরেই। সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে প্রেম করলেই নিয়ন্ত্রণে থাকবে সর্দি, কাশি, জ্বরের মত সমস্যা।


সাইকোনিউরো এন্ডোক্রিনোলজি জার্নালে প্রকাশিত হয়েছে এই গবেষণার ফলাফল। সেখানে বলা হয়েছে যে প্রেম করলেগবেষণায় বলা হয়েছে যে প্রেম করলে ইমিউনিটি বাড়ে। যে ভাইরাসের কারণে সর্দি লাগে, তার সঙ্গে মোকাবিলা করার ক্ষমতা বেড়ে যায়। প্রেম করলে মনও ভালো থাকে। খুশি থাকলে শরীরের রোগের প্রকোপ কম হয় বলে দাবি গবেষকদের। তাই প্রেমের হাজারো সুফল পেতে এবার চুটিয়ে প্রেম করুন।

 মানুষের হরমোন গ্রন্থি থেকে যে সমস্ত হরমোন নিঃসরণ হয়, তা সর্দি লাগার প্রবণতাকে কমিয়ে দিতে পারে। প্রেম করলে কয়েকটি নির্দিষ্ট জিন সক্রিয় হয়ে ওঠে। সর্দি, কাশি, জ্বরের মত সমস্যা জব্দ করতে এই জিনগুলির ভূমিকাও রয়েছে বলে জানিয়েছেন গবেষকরা।



No comments

Powered by Blogger.