Header Ads

Header ADS

এই চোখের পানির মূল্য আপনাদের দিতে হবে: ক্রিকেটার রুবেল

এই চোখের পানির মূল্য আপনাদের দিতে হবে: ক্রিকেটার রুবেল

Date:- 01/08/18
Post:- HabiB HowladeR


রাজধানীর বিমানবন্দর সড়কে দুই বাসের রেষারেষিতে একটি বাসের চাপায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় ছবিসহ ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন জাতীয় দলের ক্রিকেটার রুবেল হোসেন। যেখানে তিনি বলেছেন, নিহত শিক্ষার্থীদের স্বজন ও সহপাঠীদের চোখের জলের মূল্য বাসচালকদের একদিন দিতে হবে।

রুবেলের সেই স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো:

ড্রাইভার ভাইদের বলছি, আজকে আপনারা ট্রাফিক নিয়ম মেনে না চলায় নিজেরা নিজেরা রেস করতে গিয়ে জীবন দিতে হচ্ছে কারো বাবা মার সন্তানকে, কারো আবার বাবা-মাকে। মনে রাখবেন এই চোখের পানির মূল্য আপনাদের দিতে হবে।

এ কান্না শুধু তাদের সহপাঠী, পরিবার, আত্মীয়-স্বজনের নয়! এ কান্না আজ সারা দেশের, প্রত্যেক মানুষের ...।

No comments

Powered by Blogger.