তাজা রক্তের লবণাক্ত গন্ধটা নাকে ক্ষণে ক্ষণে আসছে। বাবা, তুমি জানো না আমি রক্তের গন্ধ সহ্য করতে পারিনা?
তাজা রক্তের লবণাক্ত গন্ধটা নাকে ক্ষণে ক্ষণে আসছে। বাবা, তুমি জানো না আমি রক্তের গন্ধ সহ্য করতে পারিনা?
01 August 2018Post:- HabiB HowladeR
প্রিয় বাবা,
তাজা রক্তের লবণাক্ত গন্ধটা নাকে ক্ষণে ক্ষণে আসছে। বাবা, তুমি জানো না আমি রক্তের গন্ধ সহ্য করতে পারিনা?
বাবা, আমাকে জড়িয়ে ধরো।
তোমার গন্ধে আমি এই লবণাক্ত গন্ধটা ভুলে থাকতে চাই।
বাবা,কপালের কোণা দিয়ে রক্ত চুইয়ে পরছে। রক্তের দাগ আমার কলেজ ড্রেসে লেগে আছে।
বাবা হাত দুটো অবস হয়ে যাচ্ছে।এই হাত দিয়ে কলম আবার ধরতে পারবো শ্বেত বর্ণের খাতায়।
সাদা জুতা জোড়া লাল রঙে রঞ্জিত। নতুন একজোড়া কিনে দিবে? তা না হলে তোমার দিয়া কলেজে যাবে কীভাবে?
মা, এই দাগ উঠবে? কাল যে আমাকে কলেজে যেতে হবে। রক্তের দাগযুক্ত ড্রেসে আমাকে ক্লাস করতে দিবে?
মা রাগ করবে না তো আমায়? আমি রাস্তার ধারেই দাড়িয়ে ছিলাম ! হটাৎ করে কী যে হয়ে গেলো!
বাবা বেপরোয়া বাস টা আমাকে রাস্তার সাথে পিশে দিয়ে কুৎসিত হাসি ফিরিয়ে দিয়েছে।
বাবা , সে তো আমার শুধু দেহকে পিষে দেয়নি! সে আমার স্বপ্নগুলোকে রাস্তার পিচের সাথে পিষে দিয়েছে।
বাবা , আমার নিশ্বাস নিতে কষ্ট হচ্ছে। অক্সিজেনের অভাব হচ্ছে। গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে।
আমার পানির বোতলটা বাসের চাপে ফেটে গেছে। ফাটা বোতল পরে আছে রাস্তায়।
বাবা - মা, দুচোখ ভরে আর তোমাদের দেখা হবেনা। আমার চোখগুলো বুজে আসছে। কোনোভাবেই খুলে রাখতে পারছিনা। এই নীল আকাশে তাকিয়ে তুলোর মতো মেঘগুলো কে দেখা হবে না।
বৃষ্টির প্রতিটি বিন্ধুকে ছুঁয়ে দেখা হবেনা। মা, তোমার বকুনি খুব মিস করবো।
বাবা , মুখে তুলে দেয়া ভাতের লোকমাকে খুব মিস করবো।
বাবা - মা আর পারছিনা।
একসময় হাত পা নিস্তেজ হয়ে গেলো। ঝাপসা হয়ে যাওয়া চোখের দৃষ্টি আরো বেশি ঝাপসা হয়ে গেলো। একসময় তা গভীর অন্ধকারে ঢেকে গেলো।
রক্তের গন্ধটাও এখন তার নাকে অসহ্য বোধ টা সৃষ্টি করছেনা।
কলেজ ড্রেসে এখন আর রক্তের দাগের থাকা না থাকার কোনো অর্থ হবেনা।
একটা তাজা প্রাণ কিছু সময়ের ব্যবধানে বেপরোয়া বাসের চাপায় নিস্তেজ মাংস পিণ্ডে পরিণত হলো।
অতঃপর কুৎসিত হাসি হেসে সেই খুনি পৃষ্ঠ প্রদর্শন করে বিজয় লাভ করলো।
আর হেরে গেলো ১৬ কোটি সাধারণ বাঙালি। 😊☺
More News Like Our Facebook Page Click Here
More Video Subscribe YouTube Channel Click Here
Contact Me :-Click Here
No comments