Header Ads

Header ADS

সরকারী খরচে সাব্বির ও নাসিরকে তিন চিল্লায় পাঠানো হবেঃ পাপন

সরকারী খরচে সাব্বির ও নাসিরকে তিন চিল্লায় পাঠানো হবেঃ পাপন,



বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাড বয় খ্যাত দুজন খেলোয়ার নাসির ও সাব্বির। যারা শুধু মাঠেই নয় বেডেও দক্ষতার পরিচয় দিয়েছেন। তবে ইদানিং তাদের আচরণ পাগলা ষাঁড়ের মত হয়ে গিয়েছে। কিছুতেই তাতে লাগাম দেয়া যাচ্ছে না। খেলার মাঠে তাদের একদমই দেখা যায় না। তাই তাদের মাঠমুখী করতে বিসিবি সিদ্ধান্ত নিয়েছে সাব্বির ও নাসিরকে তিন চিল্লায় পাঠানো হবে। 

এ ব্যাপারে কথা বলতে চাইলে সাব্বির ও নাসির মুখ না খুললেও বিসিবির সভাপতি নাজমুল হোসেন পাপন বলেন, সাব্বির ও নাসির খুব দুষ্টু প্রকৃতির ছেলে। তাদের আত্মার শুদ্ধি দরকার। আর সেজন্যেই তাদের সরকারী খরচে তিন চিল্লায় পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। আমরা মনে করি এটি খুব কার্যকরী।

-  হা বি ব , হা ও লা দা র (PhL)

No comments

Powered by Blogger.