Header Ads

Header ADS

একটা গোপন কথা ছিল বলবার Bangla Lyrics

একটা গোপন কথা ছিল বলবার Bangla Lyrics



——হা  বি  ব , হা  ও  লা  দা  র

০১-০১-২০১৯


একটা গোপন কথা ছিল বলবার
বন্ধু সময় হবে কি তোমার
একবার শুনে ভুলে যেও বারবার
ভুলেও কাউকে বলনা আবার
মুখে ভালবাসি না বলে মনেতে
প্রেম নিয়ে চলে আছে অনেকে
এতদিন ছিল সাধারণ
তার মাঝে একজন যাকে আজ বড় আলাদা লাগে
মন আঁধারের নিলীমায়
তোমাকেই আজ খুঁজতে চাই
জানিনা কোথায় পাব তোমায়
একবার এসেই দেখ আমায়
ভেবেছি তা এইবার যা কিছু হবে হবার মুখ তবু করে ¯ী^কার
পরাজয় মেনে নিয়ে, সবকিছু ভুলে গিয়ে চাইব আমার অধিকার
কপালে যা আছে লেখা মনে যদি পাইও ব্যথা
দেখে নেব আমি এর শেষ
মিথ্যে অভিনয় আর নয় আর নয় এই ভাল আছি এই বেশ
মন আঁধারের নিলীমায়
তোমাকেই আজ খুঁজতে চাই
জানিনা কোথায় পাব তোমায়
একবার এসেই দেখ আমায়
প্রতিদিন এ গলি ও গলিতে ঘুরে কেটে যায় সময় আসে রাত
মেয়েটা বাঁকা করে চুল বাঁধে প্রেম করে দেখ
ছেলেটাও পরে ফুল হাতা শার্ট
এই দেখে হাসাহাসি গান টাকে ভালবাসি
এই ভাল আছি এই স্বপ্ন আমার
কখনও বুঝিনি যে তা এটা ছিল যে সূচনা
আছে বাঁকি স্বপ্নের উপসংহার
মন আঁধারের নিলীমায়
তোমাকেই আজ খুঁজতে চাই..

#utbhabibpk

No comments

Powered by Blogger.