প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠানের ভাষন ।।
প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠানের ভাষন ।।
বিসমিল্লাহির রাহমানির রাহীম
আজকের অনুষ্ঠানের সম্মানিত
সভাপতি:- জনাব করির আহমদ,
অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ:- প্রফেসর মোশার্রফ আলী,
অত্র প্রতিষ্ঠানের উপ-অধ্যাক্ষ:- প্রখেসর অসীম কুমার সাহা,
আমার প্রিয় শিক্ষক-শিক্ষিকা মন্ডলী এবং আমার ছোট ভাই ও বোনেরা "আসসালামু আলাইকুম"
অত্যন্ত দু:খ ও ভারাকান্ত মন নিয়ে বলতে হচ্ছে আজ আমাদের রসায়ন বিভাগের,
বিভাগীয় প্রধান:- প্রফেসর কমল চন্দ্র শীল স্যারের বিদায় অনুষ্ঠান ।
যদিও আমরা মনে করি এটা একটা বিদায়ের আনুষ্চানিকতা মাএ, কারন মন থেকে বিদায় দেয়া হয়ত কখনই সম্ভব হবে না ।।
কবিতার ভাষায় বলতে গেলে “যেতে নাহি দিব হায়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়’।
দির্ঘদিন ধরে স্যার আমাদের এই প্রতিষ্ঠানে ছিলেন,
আমাদের দক্ষতার সাথে পড়িয়েছেন ,যা আমরা কখনও ভুলব না,
আপনার সাথে কখনও যদি কখনও কোন ভাবে বিয়াদবী করে থাকি, তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ।।
আরো এরকম কিছু চাইলে Click here এ চাপ দিন ।।
#ধন্যবাদ
#utbhabibpk
No comments